ঢাকাMonday , 7 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক কেলেংকারি, অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষকদের সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
July 7, 2025 2:58 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের বিরুদ্ধে আর্থিক কেলেংকারি, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই প্রতিষ্ঠানের শিক্ষকরা। সোমবার (৭ জুলাই) বিকেলে বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের বিরুদ্ধে আর্থিক কেলেংকারি, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারগিস পারভীন মৌসুমী, সহকারি শিক্ষক আবু সাঈদ নূর আলম, সহকারি শিক্ষক আবু তাহের।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন রবিউল আলম সাবুল‌। একই সাথে তিনি বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালনের মাঝে তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন। কখনো কোন হিসেব দেননি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি ফি পরীক্ষা ফি, সেশন ফি থেকে যে অর্থ আয় হতো তা তিনি প্রতিষ্ঠানের একাউন্টে জমানা করে অর্থ ব্যাগে করে বাসায় নিয়ে যেতেন। এমনকি বিদ্যালয়ের নামে থাকা অর্থ তিনি বিধি বহির্ভূতভাবে উত্তোলন করতেন। তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটি ভোটের মাধ্যমে নির্ধারণ না করে পকেট কমিটি করতেন। বিধি বহির্ভূতভাবে বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষক নিয়োগ করেছেন। যাদের এমপিও ভুক্ত করতে পারছেন না তিনি।  রাজনৈতিক দলের নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বিদ্যালয়কে ব্যবহার করে। তার এসব অনিয়ম অপকর্ম নিয়ে কেউ কথা বললে বরখাস্ত পড়াশোনা নানা রকম হুমকি ধামকি দেয়া হতো শিক্ষকদের।
তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ২০২৪ সালের ১০ নভেম্বর রাজনৈতিক মামলায় প্রধান শিক্ষক সাবুল কারাগারে গেলে তদন্ত কমিটির মাধ্যমে টাকা আত্মসাৎ এর বিষয়টি সামনে আসে। একই সাথে রবিউল আলম সাবুলকে সাময়িক বহিস্কার করা হয়।
এরই প্রেক্ষিতে আর্থিক কেলেংকারি, অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি করেন বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা।
সব অভিযোগ অস্বীকার করে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল বলেছেন, যেসব শিক্ষক আমার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছেন মূলত তাদের নিয়োগ পত্র সহ সার্টিফিকেটে ত্রুটি রয়েছে। তারা এসব ঢাকার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এখন বিদ্যালয়ের বাইরে আছি। আমি যেন বিদ্যালয়ে যেতে না পারি এজন্য তারা এসব করে বেড়াচ্ছে। আর আমি কোন অনিয়ম দুর্নীতি করিনি। একাধিকবার মন্ত্রণালয় থেকে তদন্ত হয়েছে কোন অনিয়ম দুর্নীতি প্রমাণিত হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তা মাথা পেতে নেব।