ঢাকাMonday , 7 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গাংনীতে বিএনপি নেতা ইনসারুলের ইন্তেকাল 

Mahamudul Hasan Babu
July 7, 2025 3:22 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভার ভারপ্রাপ্ত সাবেক মেয়র ইন্সারুল হক ইন্সু ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)।

রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

বিএনপি নেতা ইন্সু গাংনী থানাপাড়ার মৃত আব্দুল করিম মালিথার ছেলে।

পারিবারিক সূত্র জানায়,গত বুধবার দুপুরে নিজ বাসভবনে পেটে যন্ত্রণার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময়  পরিবারের লোকজন তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে । পরে পেটে যন্ত্রণার বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকা বিআরবি হাসপাতালে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বিকেল ৩টার দিকে গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইন্সুর বড় ভাই এনামুল হক।

জানা শেষে গাংনী থানাপাড়া সংলগ্ন ওলিপাড়া গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে।