আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনীতে পূর্ব শত্রুতার জেরধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার গোপাল নগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রুস্তম আলীর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা গেছে গোপালনগর গ্রামের মৃত নৈইমুদ্দিনের ছেলে রুস্তম আলীর নেতৃত্বে তার ছেলে আব্দুল্লাহ,ফরিদুল ইসলাম,আইয়ুব আলীর ছেলে আনছার আলী, তৈয়ব আলীসহ ১০/১৫ জনের একটি দল অন্যের জমি জবরদখল নেওয়ার চেষ্টা করে। গতকাল রবিবার সকালে গোপালনগর মাঠে এঘটনা ঘটে।
জমি জমা সংক্রান্ত কোন বিরোধ না থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে বিভেদ সৃষ্টির জন্য তারা অন্যের জমি জোরপৃর্বক দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
অভিযোগকারীকে হয়রানি ও মানক্ষুন্ন করার জন্য পৈত্রিক জমির মালিক বানিয়াপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীম, মৃত শাহাদত আলীর ছেলে আব্দুল মজিদ,একই উপজেলার গোপালনগর গ্রামের
মৃত আমির উদ্দিনের ছেলে আবু ছদ্দীন, মৃত হানিফ আলীর ছেলে উজ্জল হোসেন, মৃত হামিদের ছেলে রববুল হোসেনদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে রুস্তম আলী গং।
জমির প্রকৃত মালিক, আব্দুল মজিদ, আবু ছদ্দিন ,আব্দুল আলীম,উজ্জল হোসেন, রববুল হোসেন জানান, আমাদের গোপালনগর মৌজার সিএস খতিয়ান ৬৪,৬৫,এস এ খতিয়ান ৪১,৪২, আর এস খতিয়ান নং ৫৬৯,৫৭০,৫৮,৫২৫,৫৮৯,৩৮৯,আর এস দাগ নং ১১৪,১৮০,২৫৯,৩০২,৩২৯,৩৮৪,৪২৬,৪২৮,১২১৯,১৩১৭,২৪৬১দাগে মোট ২১ একর ১১শতক জমি শাহাদত মন্ডল,মোহাম্মদ মন্ডল,আমির উদ্দিন, হাজী আলীমদ্দিন,রাহাতন নেছা,জহির উদ্দিন,রহিমন নেছার নামে রের্কড প্রচলিত আছে। আমরা এজমালি হিসেবে দীর্ঘদিন ধরে জমিগুলো ভোগ দখল করে আসছি।
হঠাৎ একটি পক্ষ গ্রামে বিভেদ সৃষ্টির উদ্দেশে আমাদের জমির ভুয়া কাগজপত্র তৈরি করে জোরপৃর্বক দখল নেওয়ার চেষ্টা করছে।
,আমাদের আবাদকৃত জমির আইলে জবরদখল করতে বাঁশের খুটি পুতে রাখে। এঘটনায় আমরা তাদের বলতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং জমির পাশে আসলে দুই হাত কেটে নেয়া হবে মর্মে প্রাণনাশের হুমকি দেয়।
এব্যাপারে প্রতিপক্ষ রুস্তম আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ ছিল।
এনিয়ে জমির প্রকৃত মালিকরা আতঙ্কের মধ্য জীবন যাপন করছেন যেকোন মুহুতে রক্ত ক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
এঘটনায় প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
প্রতিপক্ষের বিরুদ্ধে।
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রুস্তম আলীর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা গেছে গোপালনগর গ্রামের মৃত নৈইমুদ্দিনের ছেলে রুস্তম আলীর নেতৃত্বে তার ছেলে আব্দুল্লাহ,ফরিদুল ইসলাম,আইয়ুব আলীর ছেলে আনছার আলী, তৈয়ব আলীসহ ১০/১৫ জনের একটি দল অন্যের জমি জবরদখল নেওয়ার চেষ্টা করে। গতকাল রবিবার সকালে গোপালনগর মাঠে এঘটনা ঘটে।
জমি জমা সংক্রান্ত কোন বিরোধ না থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে বিভেদ সৃষ্টির জন্য তারা অন্যের জমি জোরপৃর্বক দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
অভিযোগকারীকে হয়রানি ও মানক্ষুন্ন করার জন্য পৈত্রিক জমির মালিক বানিয়াপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীম, মৃত শাহাদত আলীর ছেলে আব্দুল মজিদ,একই উপজেলার গোপালনগর গ্রামের
মৃত আমির উদ্দিনের ছেলে আবু ছদ্দীন, মৃত হানিফ আলীর ছেলে উজ্জল হোসেন, মৃত হামিদের ছেলে রববুল হোসেনদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে রুস্তম আলী গং।
জমির প্রকৃত মালিক, আব্দুল মজিদ, আবু ছদ্দিন ,আব্দুল আলীম,উজ্জল হোসেন, রববুল হোসেন জানান, আমাদের গোপালনগর মৌজার সিএস খতিয়ান ৬৪,৬৫,এস এ খতিয়ান ৪১,৪২, আর এস খতিয়ান নং ৫৬৯,৫৭০,৫৮,৫২৫,৫৮৯,৩৮৯,আর এস দাগ নং ১১৪,১৮০,২৫৯,৩০২,৩২৯,৩৮৪,৪২৬,৪২৮,১২১৯,১৩১৭,২৪৬১দাগে মোট ২১ একর ১১শতক জমি শাহাদত মন্ডল,মোহাম্মদ মন্ডল,আমির উদ্দিন, হাজী আলীমদ্দিন,রাহাতন নেছা,জহির উদ্দিন,রহিমন নেছার নামে রের্কড প্রচলিত আছে। আমরা এজমালি হিসেবে দীর্ঘদিন ধরে জমিগুলো ভোগ দখল করে আসছি।
হঠাৎ একটি পক্ষ গ্রামে বিভেদ সৃষ্টির উদ্দেশে আমাদের জমির ভুয়া কাগজপত্র তৈরি করে জোরপৃর্বক দখল নেওয়ার চেষ্টা করছে।
,আমাদের আবাদকৃত জমির আইলে জবরদখল করতে বাঁশের খুটি পুতে রাখে। এঘটনায় আমরা তাদের বলতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং জমির পাশে আসলে দুই হাত কেটে নেয়া হবে মর্মে প্রাণনাশের হুমকি দেয়।
এব্যাপারে প্রতিপক্ষ রুস্তম আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ ছিল।
এনিয়ে জমির প্রকৃত মালিকরা আতঙ্কের মধ্য জীবন যাপন করছেন যেকোন মুহুতে রক্ত ক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
এঘটনায় প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।