স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়ায় সংঘবদ্ধ চোরের দল কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি করেছে।
ভুক্তভোগী কৃষক মেনারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত রবিবার রাতে নিজের গোয়াল ঘরে গরুগুলো রেখে ঘুমাতে যান। পরদিন সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের দরজা ভাঙা। ভিতরে ঢুকে তিনি দেখেন, ছয়টি গরুর একটিও অবশিষ্ট নেই।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।