ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের মহাসড়কে ১১ যাত্রীকে পিষিয়ে মারা বাসচালক গ্রেফতার

Mahamudul Hasan Babu
July 8, 2025 12:52 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগড়ায় শিশুসহ মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় পলাতক সেই বাসচালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার র‌্যাব-৭- এসব তথ্য নিশ্চিত করে। এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাসচালক মো. সোহেল তালুকদার (২৭) ঢাকার দক্ষিণখানের ফরহাদাবাদ এলাকার মো. হানিফের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানিয়েছেন, ১১ জন নিহতের ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল সে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, চলতি বছরের ১ এপ্রিল নিহত মো. রফিকুল ইসলাম আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীসহ মোট ১১ জনকে নিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে রওনা দেন। পরদিন সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা রিলাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল, তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং আত্মীয়-স্বজনসহ ১০ মারা যান। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ সময় ঘটনাস্থলে বাসটি রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় গত ৩ এপ্রিল নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে ওই বাসচালকের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করেন।