সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদাহ) প্রতিনিধি :ঝিনাইদহের কোটচাঁদপুর সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৮/০৭/২০২৫) দুপুরে কোটচাঁদপুর – সব্দালপুর সড়কের মইদুল মিয়ার ইট ভাটার অদূরে।
পুলিশ এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
জানা গেছে, দুপুর ১ টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের সোলেমান হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব (২২) মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা দ্রুত গতিতে মইদুল মিঞার ইটভাটা পার হলেই বিপরীত দিক থেকে আসা কোটচাঁদপুরমুখী একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম মারা যান। অপরদিকে মুমূর্ষ অবস্থায় হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তানভীর জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হলেও একজন মারা গেছে, আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনায় নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সেখানে পুলিশও পাঠানো হয়েছে।