সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ‘২০২৪-২৫’ অর্থবছরে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেলের চারা বিরতণ করে। এই কর্মসূচির আওতায়
পীরগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠানে পাঁচটি নারিকেলের চারা ‘বিনা মূল্যে’ বিতরণ করা হয় জুলাই মাসের ৮ তারিখে(মঙ্গলবার)।
নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান,’ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে,
বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ের উপর গুরুতারোপ করে আমরা বিগত অর্থ বছরের কৃষি খাতে নেওয়া কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারিকেলের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এছাড়াও,নারিকেল গাছ তার চারপাশের পরিবেশকে শীতল রাখে এবং বায়ু দূষণ কমাতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ফিল্টার হিসাবে কাজ করে এবং বায়ুর গুণমান উন্নত করে। “
উপ- সহকারী কৃষি কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার বলেন,” নারিকেল গাছের বিস্তৃত মূল মাটিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে, ফলে ভূমিক্ষয় রোধ হয়, এটি ভূমিধস এবং ভাঙন থেকেও ভূমিকে রক্ষা করে। “
অপরদিকে, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন,”নারিকেল গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহ করে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক। একটি নারিকেল বাগান দীর্ঘকাল ধরে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করতে পারে, যা পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। “
নারিকেলের চারাগুলো পৌছুবে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার
১১০টি শিক্ষা প্রতিষ্ঠানে।
সবমিলিয়ে নারিকেলের চারার সংখ্যা দাঁড়াবে ৫৫০ টি।”
পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহায়ক বেলাল হোসেন জানান,”
“এই উদ্যোগের ফলে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে। রাজস্ব আয়ও বাড়বে। নারিকেল গাছ থেকে প্রাপ্ত ফল, তেল, ছোবড়া, পাতা, এবং অন্যান্য অংশ থেকে বিভিন্ন পণ্য তৈরি করা যায়, যা স্থানীয় অর্থনীতিকে মজবুত করে।”