একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ঐতিহাসিক সিরাতুন নবী (সা) উপলক্ষে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর রবিবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজার মসজিদে অনুষ্ঠিত হয়।
সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইব্রাহীম খলিল।
সিরাত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ব্যরিষ্টার মাহমুদ আল মামুন হিমু। তিনি পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মরহুম আজিজুল ইসলামের সন্তান।
প্রধান আলোচক ব্যরিষ্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, রাসূল (সা) মক্কার নবুয়তের পর ১৩ বছর নামাজের জন্য দাওয়াতি কাজ করেছেন। ১২ বছর কুরআনের দাওয়াত দিয়েন। ১৭ বছর বয়স থেকে ২৩ বছর চেষ্টা করার পরেও রাসূল (সা) রাষ্ট্র সংস্কার করতে পারেননি, রাষ্ট্র পরিচালনা করতে পারেননি। কারন তখন ছিল মানব রচিত আইন। মানব রচিত আইন দিয়ে কোন দিন ইসলাম প্রতিষ্টা করা যায়না, রাষ্ট্র পরিচালনা করতে পারা যায়না। মানব রচিত আইন দিয়ে কোন দিন রাষ্ট্র সংস্কার হয়নি। রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটি গ্রন্থ লাগে। যে গ্রন্থ আলো দেয় আর সে গ্রন্থ হলো আল কোরআন। আল কোরআন দিয়েই রাসুল (সা) রাষ্ট্র পরিচালনা করেছেন।
কোরআনের দাওয়াত আমরা বিগত ১৭ বছর ধরে দিয়ে আসছি। আমাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে দেয়নি। এখন সময় এসেছে সে দাওয়াত আমরা দিয়েই যাবো। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য এক শ্রেনীর লোকেরা বিরোধিতা করেছে এখনো করছে৷ আল কোরআনকে শুধু উঠিয়ে রাখার জন্য আল্লাহ তায়ালা আমাদেরকে দেয়নি আল কোরআন দিয়েছে পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য। সুদ, ঘুষ, দূর্নীতি বন্ধ করতে হলে, সরকারের অর্থ সম্পদের সঠিক ব্যবহার করতে হলে রাষ্টের প্রত্যেকটি জায়গায় সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার। প্রধানমন্ত্রী সৎ হলে মন্ত্রী, এমপি, ডিসি, টিএনও, চেয়ারম্যান, মেম্বার সবাই সৎ হবে। দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পিয়ন যদি ৪শ কোটি টাকার মালিক হন আর যদি হেলিকপ্টারে চড়ে বেড়ান তাহলে কি পরিমান দূর্নীতি করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল নয় যে ফু দিয়েই উড়িয়ে দেয়া যাবে। ১৯৪৭ সাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীাে নিষিদ্ধ করতে গিয়ে তারাই চিরতরে নিষিদ্ধ হয়েছে।
২০১০ সাল থেকে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল সেটা যদি আর ৫ বছর সে সিলেবাস থাকতো তাহলে শিক্ষা ব্যবস্থা ধব্বংশ হয়ে যেত।
শেখ হাসিনা আলেম সমাজ কে ধোকা দিয়েছে। তিনি নাকি নামাজ পড়েন, কোরআন পড়েন তাহলে ৫ আগষ্টের দিন গন ভবনে কোনআন শরীফ আর জায়নামাজ পাওয়া গেলো না কেন। সেখানে পাওয়া গেলো মদের বোতল আর খেলার সামগ্রী।
সিরাত মাহফিলে দন্ডপাল ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন।