Sun. Nov 24th, 2024

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দোকান ঘর- ভাঙচুর ও লুটপাট অতঃপর থানায় অভিযোগ

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় কমপক্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া বাজারে ঘটেছে। অভিযোগে জানা গেছে পত্নীচড়া গ্রামের মৃত্যু হাজের উদ্দীন পুত্র শাহাদুল ইসলামের সাথে, একই গ্রামের তালিম মিয়ার পুত্র আলমগীর, মনিরুজ্জামান, তালিম, হালিম, হাকিম মিয়াদের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে এই ঘটনার জেরে ওই দিন দুপুরে শাহাদুল ইসলামের দোকান ঘর ভাংচুর ও হামলা চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়। শাহাদুল ইসলামের পরিবারের লোকজন বাধা দেওয়ার এক পর্যায়ে আলমগীরের বাহিনী শাহাদুলের স্ত্রী সিতারা বেগম ও তার ছেলে হাসিব, সাকিব এবং তার ছোট ভাই আশরাফুল ইসলামকে এলোপাতাড়ীভাবে মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে আহতদের কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। অভিযোগকারী শাহাদুল ইসলাম বলেন হামলা কারীরা আমার মুদি খানা দোকান ঘর ভাংচুর। দোকানে থাকা চেয়ার টেবিল গ্যাস সিলিন্ডার, চাউলসহ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ এম.এ ফারুক মিয়া জানান উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Post

Leave a Reply