আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে কৃষি প্রণোদনার আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে তুলাবীজ , সার ও কীটনাশকসহ নানা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গাংনীতে তুলা উন্নয়ন বোর্ড, গাংনী ইউনিটের আয়োজন এবং তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচীর আওতায় তুলাবীজ ও সার এবং কীটনাশক বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩ টার সময় গাংনী আলিয়া মাদরাসা প্রাঙ্গনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কৃষকদের নানা চাওয়া পাওয়া নিয়ে আলোচনা শেষে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃষি প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন।
কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ড ,যশোর আঞ্চলিক কার্যালয়ের কীট পতঙ্গ বিশেষজ্ঞ ড. মো. তাসদিকুর রহমান।
তুলা উন্নয়ন বোর্ড গাংনী ইউনিটের কটন ইউনিট অফিসার মেহেরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া ইউনিটের কটন ইউনিট অফিসার সাইফুল ইসলাম, গাংনী ইউনিটের সাবেক কটন ইউনিট অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, কটন কানেক্ট বাংলাদেশ এর ফিল্ড এক্সিকিউটিভ মো. হাসানুজ্জামান প্রমুখ। এসময় অনেক কৃষক তুলা চাষের সুবিধা ও অসুবিধা এবং মূল্য বৃদ্ধির আহবান রেখে বক্তব্য উপস্থাপন করেন।
উপজেলা তুলা ইউনিট অফিসার সূত্রে জানা গেছে, তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১ বিঘা জমির বিপরীতে প্রকৃত কৃষক প্রতি ৬ শ. গ্রাম তুলা বীজ, ৫০ কেজি করে টিএসপি, ৫০ কেজি করে এমওপি , ইউরিয়া সার ২৫ কেজি , বোরণ ২ কেজি এবং বালাইনাশক ৩ ধরণের সাড়ে ৪ লিটার (অর্থ্যাৎ মুল্য হিসেবে জন প্রতি ৮ হাজার টাকা ) বিতরণ করা হবে।
গাংনী ইউনিটের আওতায় ৬ শ’ জন কৃষক কৃষাণীর মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। এমনি ভাবে শতভাগ প্রকুত তুলা চাষীদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, তুলা চাষ বৃদ্ধির লক্ষ্যে ইউনিট অফিসার ও ফিল্ড সুপারভাইজারদের জরীপ ও তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে সরকারী এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে শতাধিক তুলা ফসল আবাদ কারী কৃষক উপস্থিত ছিলেন ।