স্টাফ রিপোর্টার : রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চত্বরে আবারও কাটা হয়েছে একটি পরিপক্ব মেহগনি গাছ। ৯ জুলাই (বুধবার) এ ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর-সৈয়দপুর মহাসড়ক ও থানা সড়ক সংলগ্ন প্রাচীরবেষ্টিত প্রাণিসম্পদ অফিস চত্বরের ভেতর থেকে বড় ও মোটা একটি মেহগনি গাছ কাটা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম জানান, গাছ কাটার ঘটনাটি চুরির হতে পারে। আমরা বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানায় জানিয়েছি। গতকাল গাছটি দাঁড়ানো ছিল, আজ সকালে এসে দেখি কাটা অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, ৮ জুলাই প্রাণিসম্পদ অফিস থেকে গাছ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এটি পরিকল্পিত ঘটনা বলে মনে হচ্ছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইতিপূর্বে এ অফিস থেকে নিয়ম বহির্ভূতভাবে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছ কাটা হয়েছিল।