ঢাকাMonday , 7 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

shahin
October 7, 2024 11:44 am
Link Copied!

রূপসায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৭ অক্টোবর কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ৫১ তম বাংলাদেশ জাতীয়  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকারের সভাপতিত্বে এবং আজগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: রহমান ঢালীর পরিচালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী,
 আল আকসা মাদ্রাসার সুপার মিজানুর রহমান, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল কাদের, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুচিত্রা রানী দাস, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তাপসী রানী মৌলিক, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোসা: ফাতেমা খাতুন নিপা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।