ঢাকাWednesday , 9 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ৭০ দিন ব্যাপী আনসার-ভিডিপি বাহিনীর ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
July 9, 2025 4:45 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে আনসার-ভিডিপি বাহিনীকে দক্ষ জনশক্তি তৈরি ও দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৭০ দিন ব্যাপী ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনাজপুর আনসার-ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৭০দিন ব্যপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

আনসার বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের নতুন সংযোজন ওয়েল্ডিং ৬জি এই প্রশিক্ষণে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থদের মাঝে সনদপত্র প্রদান করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান পিভিএম। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর সার্কেল অ্যাডজুটেন্ট মনজুরা খাতুনসহ প্রশিক্ষণের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।