ঢাকাWednesday , 9 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ প্রতিষ্ঠানের লক্ষাধিক টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
July 9, 2025 4:46 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ, খাদ্য ও ওজন পরিমাপ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে মোট ১০টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুরের বাসস্ট্যান্ড ও মির্জাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান।
জানা যায়, উপজেলার বিভিন্ন ফার্মেসী ও মিষ্টান্ন ভান্ডারের মালিকরা পন্য বিক্রিতে নানা অনিয়ম করে আসছিল এবং ভোক্তাদের সাথে প্রতারণা করছিল। এমন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে পাচটা থেকে রাত নয়টা পর্যন্ত শেরপুর বাসষ্ট্যান্ড ও মির্জাপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়ার বিএসটিআই ও ঔষধ প্রশাসন। এ সময় ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর অধীনে সিটি ফার্মেসী ৮ হাজার টাকা, রিফা মেডিসিন কর্ণার ৬ হাজার ৫০০ টাকা, মেসার্স হক ফার্মেসী ৩ হাজার টাকা, মা মেডিকেল হল ১০ হাজার টাকা ও মীম ফার্মেসী ১৫ হাজার টাকা, বিএসটিআই আইন লঙ্ঘনের অপরাধে সাউদিয়া ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস ২৫ হাজার টাকা, ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘনের অপরাধে আব্দুল্লাহ দই ও মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা প্রান্ত দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা, মুসলিমা দই ঘর প্লাস ৫ হাজার টাকা ও জয় দধি ভান্ডার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মরুময় সরকার, বিএসটিআই এর পরিদর্শক মো. শাহ আলম পলাশ খান ও ফিল্ড অফিসার মো. শাহানুর হোসেন খান। এছাড়াও শেরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং বাজারে সঠিক মান বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। নিরাপদ পণ্য এবং সেবার ক্ষেত্রে সচেতন থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।