এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা’র ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী ও জগতপুর কবরস্থান সংলগ্ন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা’র ২য় তলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা’র প্রধান ইবতেদায়ী শামসুল আলমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুর রশীদ। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।