চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ শতাংশের বেশি কম।বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ বছরের ফলাফল ঘোষণা করেন। গেল বছর এ পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।চলতি বছরে চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়; সেখানে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৮১ জন।তবে এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। এ বছর এই বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেয়েছে; গতবার এই সংখ্যা ছিল ১০ হাজার ৮২৩ জন।
বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯২ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ। এদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।