ঢাকাFriday , 11 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযান  ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা

Mahamudul Hasan Babu
July 11, 2025 12:30 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ডায়াগনেস্টিক সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের এম আর কলেজ রোডে ডক্টর প্যাথলজি এন্ড ডায়াগনেস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি এই জরিমানা করেন।
এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌস নিতু, পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন সহ সেনা সদস্যরা এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাল আদালত সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারটিতে টেকনিশিয়ানদের মাধ্যমে পরীক্ষার রিপোর্ট এবং বিভিন্ন মেশিনের ক্রয়ের সময় সিরিয়াল নাম্বার না থাকায় অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে তাদের ক্রটিযুক্ত মেশিন ব্যাবহার না করতে সর্তক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম রোধে আমরা তৎপর আছি। সেনাবহিনীর সহযোগীতায় নিউ ডক্টর প্যাথলজি এন্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদের ক্রটিযুক্ত মেশিন ব্যাবহার না করতে সর্তক করা হয়েছে । জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।