ঢাকাMonday , 7 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হত্যা মামলায় সাবেক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাব

shahin
October 7, 2024 12:32 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে নিহত তৌহিদ স্বর্নামাত হত্যা মামলার অন্যতম আসামী মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৫০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা
হয়। র‍্যাব-৮ সিপিসি-৩ এর কোম্পানি কম্যান্ডার লে. মো: শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন। এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার তিনি সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী। র‍্যাব জানায়, গত ১৯ জুলাই সদর থানাধীন খাগদী বাসস্ট্যান্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রের মাঝামাঝি স্থানে মহাসড়কের উপর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীসহ জনসাধারনের উপর শাজাহান খানের সমর্থিত ছাত্রলীগ- যুবলীগ-শ্রমিকসহ তার অনুসারীরা হাতবোমা, ঢাল, সড়কী, দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। ওইদিন সাবেক এই কাউন্সিলর আক্তার হাওলাদার মৃত তৌহিদ স্বর্নামাত এর বাম পায়ের উরুতে ‍গুলি করে হাড়ভাঙ্গা গুরুতর জখম করে। এছাড়াও আক্তার হাওলাদারসহ তার সহযোগী আসামীরা তৌহিদ স্বর্নামাত এর দুপায়ে ও বুকে গুলি করে গুরুতর জখম করাসহ হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাতœক জখম করে। তখন আসামীদের কর্তৃক মৃত তৌহিদ স্বর্নামাত এর সহযোগী আরো অনেকে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ স্বর্নামাত মৃত্যুবরণ করে। এ ঘটনায় ২৬ আগস্ট সদর মডেল থানায় তৌহিদ স্বর্নামাত হত্যার মামলা দায়ের করা হয়। ওই মামলায়
সাবেক এই কাউন্সিলর আসামী হন। এছাড়াও র‍্যাব আরও জানায়, বিগত সরকারের সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদার বেশ কয়েকটি গুপ্ত হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ সংগঠিত করে বলে শোনা যায়। তিনি ‘আক্তার বাহিনী’ নামে দুর্র্ধষ গুন্ডাবাহিনী পরিচালনা করতেন। গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

: