ঢাকাSaturday , 12 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের চলমান পরিস্থিতিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যা সহ সকল ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Mahamudul Hasan Babu
July 12, 2025 12:39 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:দেশের চলমান পরিস্থিতিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যা সহ সকল ধরণের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের ডোকরোপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন। এসময় প্রতিবাদ মূলক বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সানাউল্লাহ, খুরশেদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহ পরাণ সুজন,  গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম বেড়ে গেছে। সম্প্রতি ঢাকার মিডফোর্ড  হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে জাহেলিয়াত যুগের মত পাথর দিয়ে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। জুলাই আন্দোলনের পর সকল হত্যাকান্ডের বিচার দবি করে বক্তারা বলেন, দেশে নানা ভাবে হত্যাকান্ড ঘটলেও তার দ্রুত বিচার হচ্ছে না। অপরাধীরা নানাভাবে পার পেয়ে যাচ্ছেন। যদি এসব হত্যাকান্ডের দ্রুত বিচার না করা হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।