এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : পুরাণ ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিরল শহরের বকুল তোলার মোড় হতে সর্ব স্তররের ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটির অগ্রভাগে নেতৃত্বদেন, বিরল উপজেলার প্রধান সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, জুলাই রিভ্যুলুশনারি এলায়েন্স দিনাজপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ, ছাত্র সমন্বয় ফরহাদুল ইসলাম সানি, ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ ও মুজাহিদ।
উল্লেখ্য, গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) এর সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ কে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাছে ক্ষোভ ছড়িয়ে পড়ে।