ঢাকাSunday , 13 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

Mahamudul Hasan Babu
July 13, 2025 12:28 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: বর্ষা মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। রোববার বিকেলে ডেঙ্গু সংক্রান্ত চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হল। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৬৫ বছর বয়সী নুরুল হক নামে এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত অবস্থায় গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। প্রায় তিন মাস পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত এপ্রিলে একজন এবং জানুয়ারিতে একজনের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৭টি শিশু।বর্ষা মৌসুম শুরুর পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে। এর আগে, শনিবারের (১২ জুলাই) প্রতিবেদনেও আগের ২৪ ঘণ্টায় ২৩ জন এবং গত ৭ জুলাই একসঙ্গে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।
এ নিয়ে চলতি জুলাই মাসের ১২ দিনে চট্টগ্রামে ১৬৪ জন ডেঙ্গু রোগী পাওয়া গেল। এছাড়া চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০৯, যার মধ্যে ৩৩৯ জন পুরুষ, ১৭৬ জন মহিলা এবং ৯৬টি শিশু। আক্রান্তদের মধ্যে ২৭৭ জন নগরীর এবং ৩৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত মে মাসে ১১৬ জন ও জুন মাসে ১৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে, জানুয়ারিতে ৭০ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন, মার্চে ২২ জন ও এপ্রিলে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, এর মধ্যে ৪৫ জন মারা যান।২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার মারাত্মক আকার ধারণ করেছিল। ওই বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৭ জন। আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২ জন।২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। মারা যায় ৫ জন। ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৪১ জনের।