আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা-আযান ও আমঝুপি গ্রামের মধ্যেবর্তি বরিংগাড়ীর মাঠ থেকে ৪টি স্যালােমেশিন চুরি হয়েছে।
শনিবার দিবাগত রাতের কােন এক সময় চুরির ঘটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাসান আলীর ১টি স্যালােমেশিন, একই গ্রামের শহিদুল ইসলামের ১টি, গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের হারুন অর রশীদের ১টি ও আজান গ্রামের মতিয়ার রহমানের ১টি স্যালােমেশিন চুরি হয়।
স্থানীয়রা জানান,বরিংগাড়ীর মাঠে ৪টি স্যালােমেশিন দিয়ে প্রায়ই ১শ বিঘা জমিতে সেচ কার্যক্রম চলে আসছিল। রাতের আঁধারে মেশিনগুলাে চুরি হওয়ায় সেচ কাজে বড় ধরনের ক্ষতি হয়ে গেলাে।