Sun. Nov 24th, 2024

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়াম্যান গৌরদাস রায় গ্রেফতার

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সীমাবাডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী (৬৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বেলা ৩টার দিকে তাকে সিমাবাড়ী ইউনিয়নের বেটখোর বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গৌর দাস রায় চৌধুরী শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির কার্যকরী সদস্য। গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ১৪১ জনের অন্যতম আসামী ছিলেন তিনি।

এ নিয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গৌরদাস রায় চৌধুরীকে গ্রেফতার করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

থানা পুলিশ সূত্র মতে, ২০২৩ সালের ১৫ নভেম্বর তৎকালীন দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাবেক দুজন সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমানসহ ১৪১ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এই নিয়ে এ মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Related Post

Leave a Reply