ঢাকাSunday , 13 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে আখিরা নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
July 13, 2025 2:58 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা নদী থেকে আক্তার প্রধান সুজন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আখিরা নদীতে ভাসমান অবস্থায় কাপড়বিহীন অবস্থায় একজন মানুষকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সনাক্ত হয় নিহত আক্তার প্রধান সুজন। নিহত সুজন পৌরসভার থানাপাড়া গ্রামের মমতাজ প্রধানের একমাত্র ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভিকটিম পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং প্রতিদিন সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত রিকশা চালাতেন। পরে রিকশা রেখে তিনি প্রায় আখিরা নদীর পাড়সহ আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন। ভিকটিমের মরদেহ উল্টেপাল্টে দেখা হলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন বা সন্দেহজনক কিছু পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।