এম,এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে নাশকতার মামলায় বিরল উপজেলা পতিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সবুজার সিদ্দিক সাগর’সহ ৭ আওয়ামীলীগ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।
রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিনাজপুর-২-এ সবুজার সিদ্দিক সাগর (৫৭) সহ ৭জন আওয়ামীলীগের নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আত্মসমর্পণ করা অন্যান্য নেতারা হলেন উপজেলা পতিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন (৪৮), উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন (৪৫), বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সুবাইতা ফিলিং স্টেশনের সত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজু (৪৪), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক (৪৬), সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন (৪৭) ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন আলী মেম্বার (৬০)।
আদালত সূত্রে জানা যায়, ওই মামলায় আসামী সাগর সহ ৭ জন নেতা-কর্মী গত জুন মাসে উচ্চতর আদালত থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসারে রোববার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।