ঢাকাTuesday , 15 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সীমান্তে পুশইন, মাদক চোরাচালান রোধে   ও নিরাপত্তা জোরদারে সহযোগিতা কামণা বিজিবির রিজিওন কমান্ডারের

Mahamudul Hasan Babu
July 15, 2025 10:33 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে পুশইন, মাদক চোরাচালান রোধে   ও নিরাপত্তা জোরদারে সহযোগিতা কামণা করেছেন বিজিবির রংপুরে রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান। তিনি মঙ্গলবার দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত ফাঁড়ী উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
 রিজিয়ন কমান্ডার বিজিবি সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
এর আগে, ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নব নির্মিত বড়বাড়ি সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করেন বিজিবির রিজিওন কমান্ডার।
এছাড়া, রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন ও পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার গোলাম রব্বানী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।