আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ফার্মার্স ক্লাইমেট স্মাট ক্লাব’র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। এসময় তিনি তার বক্তব্য বলেন, প্রান্তিক পর্যায়ে ক্লাইমেটের আওয়ায় এনে প্রত্যেক কৃষককে প্রযুক্তিগত যন্ত্রের ব্যবহারের মাধ্যমে এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের খাসখালী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নের উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামরুজ্জামান বিশ্বাস।
উল্লেখ্য, ফার্মার্স ক্লাইমেট স্মাট ক্লাবের উদ্দেশ্য রয়েছে, আবহাওয়া পুর্বাভাস পাবে, ফসলের নতুন জাত সম্পর্কে জানতে পারবে, ফসলের রোগ ও পোকামাকড় আক্রান্ত ও দমন সম্পর্কে জানতে পারবে, চাষাবাদে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে, কৃষি চাষাবাদে নতুন যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবে, কৃষকরা কৃষি বিষয়ে বিভিন্ন আলোচনা ও নিজেদের মধ্যে পরামর্শ করতে পারবে, নিজেদের অর্থ সল্প সুদে ঋণ বিতরণ করতে পারবে। ক্লোবের মালামালের তালিকায় রয়েছে, ২টি এক্সিকিউটিভ টেবিল, ৬টি গোল টেবিল, ৩০টি আর্মড চেয়ার, ১টি ফাইল কেবিনেট, ১টি বুক সেলফ, ১টি শোকেস, ২টি রিভলডিং চেয়ার, ১টি স্মাট রঙিন টেলিভিশন, ১টি হোয়াইড বোর্ড।