বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জুলাই শহিদদের স্মরণে পঞ্চগড়রে বোদা উপজলোয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় শহিদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ বুধবার সকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,, উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম প্রমুখ। প্রমুখ। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ