ঢাকাWednesday , 16 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত

Mahamudul Hasan Babu
July 16, 2025 10:57 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ খান সোনা (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। তিনি শামসুল আলম খানের ছেলে।
আজ বুধবার সকাল ৮ টার দিকে শহরের রনি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহী সরফরাজকে পেছন দিক থেকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন আহমেদ বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে সনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।