বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ৬৪ হাজারের বেশি চারা ধ্বংস করে বোদায় নার্সারি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বোদা উপজেলায় এই চারা ধ্বংস করা ও নার্সারির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন কার্যক্রম শুরু করে।
বোদা পৌর সদরের এস আর নার্সারীতে ৩৫ হাজার, মাড়েয়া ইউনিয়নের ইয়াকুব আলীর নার্সারী ১৪ হাজার, শাহ আলমের নার্সারীর ১৫ হাজার চারা ধ্বংস করে এসআর নার্সারীকে ১ লক্ষ ৪০ হাজার, ইয়াকুর আলীকে ৫৬ হাজার ও শাহ আলমকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নার্সারিতে পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি চলছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় চারা ধ্বংস করে নার্সারির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষায় আমাদের কঠোর হতে হবে। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে নার্সারি মালিকদের পুনর্বাসনও নিশ্চিত করা হচ্ছে। আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ অধিক পানি শোষণ ও মাটির মাটির গুণাগুণ নষ্ট করে জীববৈচিত্র্েয নেতিবাচক প্রভাব ফেলে বলে গবেষণায় উঠে এসেছে।