ঢাকাWednesday , 16 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জুলাই শহীদ দিবস উদযাপন।

Mahamudul Hasan Babu
July 16, 2025 2:32 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ১৬ জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিরল পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, বিরল পৌর-বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদ মাসুম রেজা’র পিতা মিজানুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, এনসিপি’র উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোকাম্মেল হোসেন ও ছাত্র প্রতিনিধি হারুনুর রশীদ।

এছাড়াও ৫নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে বিরলের তিন শহীদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলোচনা ও স্মৃতিচারণ শেষে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উপজেলার সুপার ভাইজার শাহ আনিছুর রহমান।