এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ভ্যান চালক উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের ভবানীপুর যোগীহারি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৩৫) বলে তার পরিবারের লোকজন পরিচয় নিশ্চিত করেছেন।
বুধবার সকালে উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী হতে কাহারোল পাকা সড়কের মাটিয়ান নামক এলাকায় একটি পুকুরের পাশ থেকে ভ্যান চালক আসাদুলের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দূবৃত্তকারীরা তাকে হত্যা করে তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে গেছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যাইনি। পুলিশ লাশের সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।