ঢাকাWednesday , 16 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে রক্ষা পেল সহস্রাধিক চিংড়ি ঘের  

Mahamudul Hasan Babu
July 16, 2025 7:40 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের চিতলমারীতে জোয়ারের পানি ও অতিবৃষ্টির কবল থেকে সহস্রাধিক চিংড়ি ও সাদা মাছের ঘের বাঁচাতে পাটরপাড়া-পাঁচপাড়া ভারানির খালের দুই স্থানে স্বেচ্ছাশ্রমে বাঁধ দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এলাকাবাসীদের সাথে নিয়ে বালুর বস্তা ও মাটি দিয়ে এ বাঁধ দেন। এই একটি খালে বাঁধের ফলে ৫ টি খাল দিয়ে পাটরপাড়া, সাবোখালী, দানোখালী, চৌদ্দহাজারী, সুড়িগাতি, রায়গ্রাম, খিলিগাতী, শ্রীরামপুর, কালশিরা ও বারাশিয়া বিলের এক হাজারের বেশী চিংড়ি ও সাদা মাছের ঘের পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবোখালী গ্রামের মৎস্য চাষী স্বপন অধিকারী ও পল্লী চিকিৎসক সাধন অধিকারী বলেন, ‘গত কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে অনেক মাছের ঘেরের ক্ষতি হয়েছে। এই ভারানির খালে এই মুহুর্তে বাঁধ দেওয়ায় আমাদের বিলের এক হাজারের বেশী চিংড়ি ও সাদা মাছের ঘের বাঁচবে। এ বাঁধে আমাদের বিশাল উপকার হয়েছে।’
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস জানান, গত কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে উপজেলার নিম্নাঞ্চলের অনেক মাছের ঘেরের ক্ষতি হয়েছে। তাই এলাকার মানুষ ও মৎস্য চাষিদের সাথে নিয়ে অন্তত এই বিলের এক হাজার ঘের বাঁচাতে পাটরপাড়া-পাঁচপাড়া ভারানির খালের দুই স্থানে স্বেচ্ছাশ্রমে বাঁধ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে চিতলমারী মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে এ ধরণের কাজ প্রশংসার দাবীদার। অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ মাছের ঘের ও পুকুরের তালিকা করতে আমাদের লোক মাঠ পর্যায়ে কাজ করছে