ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 17, 2025 10:17 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: আগামী ২২ জুলাই হতে ২৮ জুলাই,২০২৫ ইং তারিখে দেশে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৫ উদযাপনের লক্ষ্যে সপ্তাহ সফলভাবে উদযাপন করতে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রষÍুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী, গাংনী উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) সাধন চন্দ্র সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিফাত জাহান, গাংনী থানা ইনচার্জের প্রতিনিধি , বাংলাদেশ কৃষি ব্যাংক গাংনী শাখার ব্যবস্থাপকের প্রতিনিধি , সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

সভায় মৎস্যর‌্যালী, মতবিনিময় সভা, মাছের পোনা অবমুক্তকরণ, সফল চাষীদের মাঝে পুরস্কার প্রদান, মৎস্য সপ্তাহ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযেগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়।