বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় জুলাই গণঅভ্যূথানের বর্ষপুতি পালন উপলক্ষে ২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে গ্রাফিতি ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, যুব উন্নয়ন কর্তকর্তা আওলাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ, বোদা সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবেল ইসলাম, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমী পারভীন প্রমুখ।
উপজেলার দশটি ইউনিয়নের ১৪টি স্কুল ও ৪টি কলেজের শিক্ষার্থীরা গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগীয় অংশগ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগীতায় ২৪ এর জুলাই আন্দোলতের বিভিন্ন চিত্র ফুটে উঠে। শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।