ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধার, গ্রেফতার-২

Mahamudul Hasan Babu
July 17, 2025 3:49 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অপহৃত ৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ভালুকখাইয়া এলাকার আব্দুল মজিবের মেয়ে সুমাইয়া আক্তার (১৯) ও কক্সবাজারের রামুর চাকঢালা এলাকার মৃত জালাল আহমদের ছেলে মো. নুরুল আলম (৪০)।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকার সাত মাস বয়সী শিশু আজিহা আহমেদ নূরকে অপহরণ করা হয়। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ অভিযান শুরু করে। গোপন খবরের ভিত্তিতে সুমাইয়া নামে এক নারী ওই শিশুকে অপহরণ করে কক্সবাজারের দিকে যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। কিন্তু সুমাইয়া বার বার সিম কার্ড পরিবর্তন করায় তার অবস্থান পরিষ্কার হতে পারছিল না পুলিশ।
পরে চকরিয়া থানাধীন উত্তর বরইতলী এলাকায় তার অবস্থান জানার পর সেখানে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের আসার সংবাদ পেয়ে সেখান থেকেও সুমাইয়া পালিয়ে যায়। এরপর পুলিশ জানতে পারে রামুর গর্জনিয়া ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ি এলাকায় দক্ষিণ মৌলভীকাটা গ্রামে সুমাইয়ার অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তার আরেক সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।