ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সাংস্কৃতিক মঞ্চের দেশীয় ফল উৎসব

Mahamudul Hasan Babu
July 17, 2025 5:22 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম আয়োজিত গতকাল বিকাল ৫টায় নগরীর চেরাগি পাহাড়স্থ লুসাই ভবনের লুসাই হলে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সাংবাদিক কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় ফল উৎসব সেভেন রিং সিমেন্ট নির্বাহী অফিসার মোহাম্মদ এয়াকুবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলাযোদ্ধা ফজল আহমদ, ধর্মমন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য দীপক কুমার পালিত, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কবি এম এ হাশেম আকাশ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিচালক এবং সুরকার দীলিপ ভারতী, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, আঞ্চলিক গানের রানী খ্যাত গীতা আচার্য্য, সংগীত শিল্পী ফরিদুল ইসলাম, নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্ত্তী, সংগীত শিল্পী সুকুমার দে, বেতার ও টিভি শিল্পী চন্দনা চক্রবর্ত্তী, পাপড়ী বৈরাগী, বেবি মজুমদার নুপুর, এস কে মানিক, জুয়েল দ্বীপ, রুপনা দাশ, সাংস্কৃতিক কর্মী মোস্তাফা কামাল, ছরওয়ার কামাল, শ্রাবন্তী শুক্লা, শামশুল ইসলাম সিহাব, বাউল মাজহারুল ইসলাম, কবি ও আবৃত্তিকার সুমন দত্ত, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত ও টিটু ঘোষ, সংগীত শিল্পী সুকুমার দে, ইমন আচায্য, কবি জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক কর্মী হাসান মুরাদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দেলীয় ফল আহার করে বিভন্ন ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। সংস্কৃতি কর্মীদের সাথে এক সাথে ফলে ফল খাওয়ার ব্যব¯’া কোন সংগঠন করে না। এটা বাঙ্গলাী জাতির লোকজ সংস্কৃতির অংশ।
জতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেটা আর কোন সংগঠন শিল্পীদের কল্যাণের কথা চিন্তা করে না। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ অসহায় শিল্পীদের জন্য সংগঠনের পক্ষ থেকে ফান্ড সৃষ্টি করে গরীব অসহায় শিল্পীদের আপদ বিপদে পাশে থাকার ঘোষণা দেন।