পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রাশেদ ইসলামের নাম ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।
পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মোহিবুল্লাহ মোহিব এর নাম ঘোষণা করেন তিনি।
নব নির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম জেলা ছাত্র শিবিরের সদ্য সাবেক সেক্রেটারি ও সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব দলটির অফিস সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন।
পরে নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে দলীয় শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র শিবিরের সদ্য সাবেক সভাপতি জুলফিকার রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার ছাত্র ও সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় ফিকাহ বিষয়ে কামিল শ্রেনীতে পড়াশোনা করছেন।
সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি।
এর আগে, ২০২৫ সালের ৬ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে দ্বায়িত্ব পান জুলফিকার রহমান ও সেক্রেটারি হিসেবে রাশেদ ইসলাম।
তবে দলটির সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র মেনেই বছরের মাঝামাঝিতে এসে জেলা পর্যায়ে এত বড় পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, সদ্য সাবেক সভাপতি জুলফিকার রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জনশক্তি হিসেবে কাজ করবেন বলে দলটি সূত্রে জানা গেছে।