ঢাকাTuesday , 8 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী আটক, পলাতক ১

Mahamudul Hasan Babu
October 8, 2024 10:03 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:রাতের আধাঁরে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৭৫ থেকে  ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শুয়েরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা বাংলাদেশী নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫টি এন্ড্রয়েড মোবাইল ও ৪টি মোবাইল চার্জার ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
এদিকে ঘটনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মানব পাচার চক্রের সদস্য পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজিপাড়ার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন পালিয়ে গেছেন। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি  নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। আটককৃতদের বিরুদ্ধে বোদা থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি নয়নি বাকডোগড়া গ্রামের মৃত মধূসূদনের ছেলে শ্রী নন্দ কিশোর রায় (৪৫), একই গ্রামের শ্রী নন্দ কিশোর রায়ের ছেলে শ্রী পরিমল রায় (২১), বোরাগাড়ি নৌদাবস গ্রামের শ্রী তৈলক্ষ্য রায়ের ছলে শ্রী নিত্যানন্দ রায় (২১), একই গ্রামের শ্রী বড়কান্ত চন্দ্রের ছেলে শ্রী সঞ্জয় চন্দ্র (১৭), মৃত সিবেনের ছেলে শ্রী কল্যাণ রায় (২৪)।
বিজিবি জানায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় গোপন সংবাদ পেয়ে ব্যাটালিয়নকে অবগত করে রাত ৮টার সময় ৭ সদস্যকে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে মালকাডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: নোয়াব আলী। এসময় সীমান্তের মেইন পিলার ৭৭৫ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শুয়েরপাড় নামক স্থান থেকে ৫ বাংলাদেশীকে আটক করা হয়।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা  বলেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সকল সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ওই ৫ বাংলাদেশীকে আটক করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোন কারণ ছাড়া সেচ্ছায় তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার কোন উপায় না পেয়ে বড় একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তারা হাতেনাতে সীমান্ত এলাকা থেকে আটক হয়। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলা সহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।