Sun. Nov 24th, 2024

মেহেরপুরে টোব্যাকো কোম্পানির  আর এম এর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির  প্রতিবাদ করায়  চাষীদের মানববন্ধনে অতর্কিত হামলা।

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির  রিজিউনাল লিফ ম্যানেজার হাসিবুর রহমান, এরিয়া লিফ ম্যানেজার সাইফুল ইসলাম,সহকারী লিফ ম্যানেজার কামরুজ্জামান তুহিন, এফটি মোজাম্মেল হক যোগদান করার পর থেকে কোম্পানির সুনাম নষ্ট করে  অনিয়ম দুর্নীতির মাধ্যমে তামাক ক্রয়  করে আসছেন।

জানা গেছে গত মৌসুমে মেহেরপুর জেলার প্রকৃত কৃষকদের তামাক না নিয়ে ব্যবসায়ীদের নিকট থেকে  উৎকোচ গ্রহন করে।

 দালালদের মাধ্যমে অন্য জেলার বড় বড় তামাক ব্যবসায়ীদের  নিকট থেকে কেজিপ্রতি কমিশন নিয়ে নিম্নমানের তামাক ক্রয় করার ঘটনায় আমরা প্রতিবাদ করেছিলাম।

প্রতিবাদ করার এঘটনায় ক্ষিপ্ত হয়ে কালিগাংনী নওপাড়ার  গ্রামের লিফ রিজনের প্রায় ৪৫ জন তামাক চাষীর  কার্ড অবৈধ ভাবে বাতিল করেছেন।

প্রকৃত কৃষকের  তামাকের কার্ড বাতিল করার অভিযোগ তুলে নওপাড়া  গ্রামের তামাক চাষীরা  মঈনুল হাসান পঁচার নেতৃত্বে মানববন্ধনের আয়োজন করে।

গতকাল  সোমবার   বিকেল সাড়ে ৫ টার দিকে  নওপাড়া  বাজারের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের খবর পেয়ে মেহেরপুর ব্রিটিশ টোব্যাকো কোম্পানির  (আর এম)  হাসিবুর রহমানের নির্দেশে লিফ অফিসার সাধন, এফটি সুমন আহমেদ নওপাড়া গ্রামের তামাক ব্যবসায়ী রবিউল ইসলামসহ কিছু বহিরাগত লোকজন নিয়ে   শান্তিপূর্ণ মানববন্ধনে অতর্কিত হামলা চালিয়েছে বলে মঈনুল হাসান পঁচা জানান।

 তিনি আরও জানান,
আমরা এই হামলার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই সাথে আমরা  ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিভিশনাল কর্মকর্তা আসিফ সাহেবের  কাছে  বিচার দাবী করছি।

ব্রিটিশ টোব্যাকো কোম্পানির রিজনের প্রবীণ  তামাক চাষী  মঈনুল হাসান পঁচা বলেন, তামাক বিক্রয়ের কার্ড প্রতিহিংসা পরায়ন হয়ে  বাতিল করার  প্রতিবাদে আমাদের  এই মানববন্ধন  কর্মসৃচি।

 উপরোক্ত কর্মকর্তার দ্বারা আমরা কৃষকরা লাঞ্ছিত হয়েছি।

কিছু অসাধু ব্যবসায়ীরা উপরোক্ত কর্মকর্তাদের সাথে  জড়িত থাকায় আমরা কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছি।

প্রকৃত কৃষকদের কার্ড কেটে  দেওয়ার বিষয়টি  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি। একই সাথে আমাদের কার্ড তালিকাভুক্ত করার দাবী জানাচ্ছি।

এবং  (আর এম)  হাসিবুর রহমানের অনিয়ম তদন্ত করে অপসারণ দাবি করছি। অনিয়মের বিষয়টি ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।

মানববন্ধনে অন্য চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন, নওপাড়া  গ্রামের লিফ রিজনের তামাক চাষী  মন্টু মিয়া, শাহাজান আলী,আব্দুর রহমান, সোহেল রানা,বাবুর আলী,জিয়াউর রহমান প্রমুখ।

এব্যাপারে মেহেরপুর ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ( আর এম) হাসিবুর রহমানের সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করা হলে তিনি বলেন,মানববন্ধনের হামলার বিষয়টি আমার জানার বাহিরে।

তিনি আরও বলেন, আমি একজনের মোবাইল নাম্বার দিচ্ছি আপনি  তার সাথে কথা বলেন।

Related Post

Leave a Reply