মো. তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুর জেলায় ৮ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিক নির্দেশনায় শনিবার (১৯ জুলাই) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাঁ মাঠ, মসজিদ-মন্দির প্রাঙ্গণে ৭ হাজার ফলজ এবং বনজ বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করেন ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান মতি। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোছাঃ করিমন নেছা, ৩নং ওয়ার্ড সদস্য রাসেল সরকার, ৮নং ওয়ার্ড সদস্য হাসিনুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য আ: ছালাম, উদ্যোক্তা ফয়জার হোসেন সহ গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।