এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রোববার দিবাগত রাতের ভোর ৪ টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনস্থ উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ডুংডুংগী বিওপি’র বিজিবি’র একটি টহল দল মালিকবিহীন অবস্থায় এই ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
বিজিবি জানায়, ডুংডুংগী বিজিবি-এর একটি টহল দল চোরাচালান বিরোধী টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার নং-৩২৫/৩-এস এর ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।