ঢাকাThursday , 24 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর গাংনী পৌরসভা ও গাংনী থানা  পরিদর্শন

Mahamudul Hasan Babu
July 24, 2025 3:52 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী পৌরসভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরসভা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নাগরিক সেবার মান উন্নয়নে পৌর প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং খাদিজা আক্তার, সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, আমিনুল কবীর, শামীম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী থানা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক গাংনী থানা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক গাংনী থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর গাংনী থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে, এবং তিনি সালাম গ্রহণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম ও পরিবেশ পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।