আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে। বাঁশবাড়ীয়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
খেলার আয়োজক কমিটির সভাপতি গাংনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সেক্রেটারী জননেতা আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টনের প্রতিনিধি আবদাল হক ও যুবদল নেতা কাউছার আলী প্রমুখ।
খেলায় দামুড়হুদার মজলিশপুর ব্রাইট স্টার ক্লাব ফুটবল একাদশ টান টান উত্তেজনাকর খেলায় টাইব্রেকারের গোল্ডেন স্যুট আউটে ৫-৪ গোলে কুষ্টিয়া ভোরের পাখি ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করেছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনীর বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে দামুড়হুদার মজলিশপুর ব্রাইট স্টার ক্লাব ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয় ।খেলায় নির্ধারিত সময়ে কোন গোল হয়নি।পরে টাই ব্রেকাওে খেলার ফলাফল নিস্পত্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, এস এম সায়েম পল্টু,বিএনপি নেতা আব্দুল গনি,সাবেক ব্যাংকার রবিউল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী ,সহকারী রেফারী মাহবুবুল হক ও মনিরুল ইসলাম মনি। ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সেলিম রেজা।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ মেহেরপুরের মজলিশপুর দলের গোলকিপার (সেরা খেলোয়াড়) নির্বাচিত হলে গাংনী বাজারের ওয়ালটন শো রুমের পক্ষ থেকে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সুলেরী আলভী , বখতিয়ার রহমান এফ আই মিল্টন, পুলিশ সদস্য আসাদ ।
দুটি শক্তিশালী দলের খেলা হাজার হাজার পুরুষ দর্শকের পাশাপাশি মহিলা দর্শকরাও খেলা উপভোগ করেন।