ঢাকাSaturday , 26 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধা মহিলা নিহত, আহত ৪

Mahamudul Hasan Babu
July 26, 2025 9:20 am
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আছিয়া বেগমের সঙ্গে তার ভাতিজা রেজাউল করিমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের সময় কথা-কাটাকাটির একপর‌্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আছিয়া বেগম প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান। এতে আরও অন্তত চারজন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।