নিজস্ব প্রতিবেদক, জাহিদ হাসান (ইতালি থেকে):উত্তর ইতালির ব্যস্ততম হাইওয়েতে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা—হঠাৎ করেই মাঝ আকাশ থেকে একটি হালকা বিমান ছিটকে পড়ে সোজা রাস্তার ওপর। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন পাইলটসহ তার একমাত্র সহযাত্রী।
ঘটনাটি ঘটেছে ইতালির লম্বার্দি অঞ্চলের ব্রেসিয়া শহরে। মঙ্গলবার সকালের দিকে, ব্যস্ত সময়ের হাইওয়েতে ভেঙে পড়ে একটি Frecce RG Ultralight মডেলের ছোট আকারের ব্যক্তিগত বিমান। সেসময় রাস্তায় চলন্ত অবস্থায় থাকা একাধিক গাড়ি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়, তবে দু’জন চালক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
নিহতদের পরিচয় পাওয়া গেছে। বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫), পেশায় ছিলেন আইনজীবী এবং অবসর জীবনে শখের পাইলট হিসেবে পরিচিত। সঙ্গে ছিলেন তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। তারা দু’জনেই মিলান শহরের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট সড়কে জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টায় ব্যর্থ হয়ে বিমানটি ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এ সময় দুইটি গাড়ির চালকও আঘাত পান, তবে তারা শঙ্কামুক্ত।
কয়েকদিন এটি সামনে না আসলেও দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, একটি ছোট বিমান দ্রুত নেমে এসে রাস্তার ওপর ভেঙে পড়ে, এবং মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে। তার পাশ দিয়ে চলন্ত গাড়িগুলো দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে।
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। যদিও আগুন নিভানোর আগেই পুরো বিমানটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটরের দপ্তর দুর্ঘটনার তদন্ত করছে। বিমানটির রক্ষণাবেক্ষণ ও ফ্লাইট লগ খতিয়ে দেখা হচ্ছে।