মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে পঞ্চগড়ের আটোয়ারীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে ভার্চুয়াল যুক্ত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম পালন করা হয়। শনিবার ( ২৬ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শপথ গ্রহণ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ. দা.) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম.বজলুর রহমান(জাহেদ), উপজেলা জাগপা সম্পাদক বজলুর রহমান, উপজেলা জাসদ সভাপতি আনছার আলী, জুলাই গণ অভ্যুত্থানে আহত মিঠুন ইসলাম,সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, ও সাংবাদিকবৃন্দ। ভার্চুয়ালী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান। শপথ পাঠ শেষে তিনি বক্তব্যে বলেন, বাল্য বিয়ে, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের এই শপথ যেন শুধু আনুষ্ঠানিকতা না থেকে আমাদের জীবন যাপনে প্রতিফলিত হয়। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে ন্যায়, সমতা, সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠায় নিজেদের ভুমিকা পালনের অঙ্গীকার করেন।