ঢাকাSaturday , 26 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি ডাকাতি

Mahamudul Hasan Babu
July 26, 2025 3:05 pm
Link Copied!

এম এ শাহীন : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ জুলাই)  দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সয়ার ইউনিয়নের বড় দোলাপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার বাড়িতে।

জানা গেছে, গোলাম মোস্তফা ও তার পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। কিন্তু গভীর রাতে বাড়িতে লোকের আগমন টের পেয়ে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা ধরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাত দলের লোকজন। ৬-৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘ ঘটনাটি শোনার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ওই ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। যদি তারা মামলা দিতে আসে তাহলে মামলা নেওয়া হবে।’