ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হাবিব ভাই

Mahamudul Hasan Babu
July 28, 2025 9:10 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : “মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন যশোরের ফুলের রাজ্যে খ্যাত ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক, উদ্যোক্তা এম. হাবিবুর রহমান হাবিব। সবার কাছে হাবিব ভাই নামে পরিচিতি বেশি। তিনি নারাঙ্গালী গ্রামের মরহুম ইজ্জত আলী মোড়লের ছেলে। এছাড়াও ঝিকরগাছার বাজারের প্রাণকেন্দ্রো ওয়াপদা রোডের এস.কে. ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক, সৃষ্টির সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজের কো-অর্ডিনেটর ও ফতেপুর বাজারের প্রফেসর ড. এমএ বারী (রহ) মডেল মাদ্রাসা সহ-সভাপতি। ‎সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে সাধারণ মানুষের প্রতি আস্থাভাজন হয়ে উঠেছেন এই মানুষটি। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাঁসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাঁসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিনিয়ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার।
‎উপজেলার মানুষের কল্যাণে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার সর্বত্র চেষ্টা করছেন তিনি। সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে সর্বদা পাশে পাওয়া যায়। ‎তিনি করোনাকালে মানবতার পরিচয় দিয়েছেন। তার সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এছাড়াও বন্যার্থদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে রয়েছে। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যরকম একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন। নিজ অর্থায়নে মসজিদ, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
‎এম. হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব ভাই বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। আমার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। আর একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি নিজেই অনেক আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আমি আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার দৈনন্দিন কর্মময় জীবন। এভাবেই আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করে পাশে থাকতে চাই। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই।