ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ ৪ মামলায় সাবেক কাউন্সিলর আটক

Mahamudul Hasan Babu
July 28, 2025 9:10 am
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি :বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শুভ ইমরানকে ২৮ জুলাই ভোররাতে আটক করেছে। তার বিরুদ্ধে শেরপুর, ধুনট ও শাজাহানপুর থানার ৪ টি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের উলিপুর নতুনপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে শুভ ইমরানের নাম গত ২ নভেম্বর ২০২৪ সালে শেরপুর থানায় দায়ের হওয়া অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা (মামলা নম্বর ২)-এর তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ২৮ জুলাই সোমবার ভোররাতে ঢাকা সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, শুভ ইমরানের বিরুদ্ধে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি, ধুনট থানায় একটি এবং শেরপুর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মুঈনদ্দিন বলেন, শুভ ইমরান অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।